শাস্তি বাড়িয়ে বালাইনাশক আইন অনুমোদন

শাস্তি বাড়িয়ে বালাইনাশক আইন অনুমোদন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘বালাইনাশক আইন-২০১৭’ অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ ছাড়া ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে অন্তর্ভুক্তির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, রেজিস্ট্রার্ড ব্র্যান্ডের কোনো বালাইনাশক বিক্রি বা বিক্রির জন্য উন্মুক্ত, মজুদ বা বিজ্ঞাপন দিলে, তার ট্যাগ, লেবেল বা প্যাকেজে বর্ণিত উপাদান বা গুণাগুণের সঙ্গে পণ্যের মিল না থাকলে, সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে সর্বোচ্চ এক বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। একই অপরাধ কেউ আবার করলে, জরিমানা সর্বোচ্চ ২ লাখ টাকা ও অনাদায়ে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।