শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি এরশাদের

শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি এরশাদের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন বন্ধে, দেশটিতে অবিলম্বে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার দুপুরে উখিয়ার বালুখালিতে, রোহিঙ্গাদের মাঝে জাতীয় পার্টির ত্রাণ বিতরণ ও সমাবেশে তিনি একথা বলেন। এ সময় তিনি রাখাইনদের ওপর চালানো নির্যাতনকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করেন।

আশ্রিত রোহিঙ্গাদের উদ্দেশ্যে এরশাদ বলেন, আপনারা নির্যাতিত। যতদিন আপনারা নিজ দেশে ফিরে যেতে পারবেন না, ততদিনই এদেশের মানুষ আপনাদের পাশে থাকবে। এরপর তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।