লিবিয়ার উপকূলে লরি কন্টেইনার থেকে ১০ বাংলাদেশিকে উদ্ধার

লিবিয়ার উপকূলে লরি কন্টেইনার থেকে ১০ বাংলাদেশিকে উদ্ধার

শেয়ার করুন

e152ddc77dd9a4aed61f1ceaa956c850-Bangladeshisবিশ্বসংবাদ ডেস্ক :

লিবিয়ার উপকূলে একটি লরি কন্টেইনার থেকে ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। তাদের সবাইকেই হিমশীতল কন্টেইনারে করে ইউরোপে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। সোমবার মোট ৯০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়, তাদের মধ্যে ১০ জনই বাংলাদেশি ছিলেন।

লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ মিশনের কাউন্সিলর এম মোজাম্মেল হক জানান, মোট ১০ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়।  এদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আরও  ৫-৬ জন এখনও চিকিৎসাধীন। তবে কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি।

মোজাম্মেল বলেন, ‘আমরা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তাদের শিগগিরই ত্রিপোলিতে নিয়ে আসা হবে।’ তিনি বলেন, ‘নিরাপত্তার কারণে আমরা ত্রিপোলি ত্যাগ করতে পারি না। বিকল্প পদ্ধতিতে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

গত বছর এই পথ পাড়ি দিয়ে ইতালি ও অন্য ইউরোপীয় দেশগুলোতে প্রায় এক লাখ ২০ হাজার শরণার্থী পৌঁছেছে। এই পথ ব্যবহার করতে গিয়ে চলতি বছরের জুনের প্রথম দিকে তিউনিশিয়া উপকূলে নৌকাডুবে নিহত হয় প্রায় ১১২ শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী।