‘লাল ফিতা না থাকলেও প্রশাসনে এর দৌরাত্ম্য রয়ে গিয়েছে’

‘লাল ফিতা না থাকলেও প্রশাসনে এর দৌরাত্ম্য রয়ে গিয়েছে’

শেয়ার করুন

PM-1-6নিজস্ব প্রতিবেদক :

লাল ফিতা না থাকলেও প্রশাসনে এর দৌরাত্ম্য রয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন কাজ যেনো থেমে না থাকে তার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন তিনি। সোমবার সকালে সকালে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ও জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।

নিজেদের সৃজনশীল উদ্ভাবনী মেধা কাজে লাগিয়ে সরকারি সেবা সাধারণ মানুষের জন্য সহজ করেছেন এই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। চলতি বছর এমনই ৩৯ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে ‘জনপ্রশাসন পদক-২০১৮’ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন নতুন উদ্ভাবনের মধ্য দিয়ে সরকারি সেবার মান বাড়াতে ২০১৬ সাল থেকে এই পদক প্রদান করে আসছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অনুষ্ঠানে শেখ হাসিনা জানান, বাংলাদেশকে পরিকল্পিত ভাবে উন্নত দেশে পরিণত করতে চায় তার সরকার, এ কাজে সরকারি কর্মকর্তাদেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

শেখ হাসিনা বলেন, আগামীতে জনগণ ভোট দিলে আক্ষেপ নেই তার। তবে সুনির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত হচ্ছে দেশ। এ ধারাবাহিকতা যেন থমকে না যায়। মাঠ প্রশাসনের কাজে গতি আনতে কর্মকর্তাদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

পাশাপাশি, আগামীতে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেন শেখ হাসিনা।