রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

শেয়ার করুন

2017-05-09_bss-11_9622নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধান করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

মঙ্গলবার সকালে বাংলাদেশে নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত মিও মিয়ান্ট থান বিদায়ী সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রদূতকে এ কথা তার সরকারের কাছে পৌঁছে দিতে বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

রোহিঙ্গা শরণার্থীদের অমানবিক জীবন-যাপনের কথা তুলে ধরে রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী বলেন, আমাদের উচিত এ ইস্যু সমাধানের একটা উপায় খুঁজে বের করা। আমরা সব সময়ই আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান চাই।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থী আমাদের ওপর চাপ সৃষ্টি করছে। তারা অমানবিক কন্ডিশনে বাস করছে।  এসময় পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তির পর ভারতে চলে যাওয়া শরণার্থীদের ফিরিয়ে আনার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।