রোহিঙ্গা সমস্যা দেখতে আসছেন নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের দল

রোহিঙ্গা সমস্যা দেখতে আসছেন নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের দল

শেয়ার করুন

রোহিঙ্গানিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গা সমস্যা সচক্ষে দেখতে আজ বাংলাদেশে আসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের একটি দল। পরিষদের বর্তমান সভাপতি জাতিসংঘে পেরুর স্থায়ী প্রতিনিধি গুস্তাভো মেজা-কুয়াদ্রার নেতৃত্বে ১৫ সদস্যের দলটি রাতে কক্সবাজারে পৌঁছাবে।

নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যের মধ্যে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন ও রাশিয়ার ডেপুটি স্থায়ী প্রতিনিধি এই দলে থাকছেন। পেরু ছাড়া অন্য ৯ টি অস্থায়ী সদস্য দেশের প্রতিনিধিরাও থকাছেন দলে।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের দল আগামীকাল সকালে কুতপালং ক্যাম্প পরিদর্শন করবে। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলবেন তাঁরা। রাতে ঢাকায় ফেরার পর সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবে দলটি।

ওইদিনই মিয়ানমারে যাবে নিারপত্তা পরিষদের দল। সেখানে স্টেট কাউন্সিলর অং সান সূচির সঙ্গে বৈঠকের পাশাপাশি রাখাইন রাজ্যও পরিদর্শন করবে তাঁরা।