‘রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমার কার্যকর কোন উদ্যোগ নিচ্ছে না’

‘রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমার কার্যকর কোন উদ্যোগ নিচ্ছে না’

শেয়ার করুন

PM-01-2
বিশ্বসংবাদ ডেস্ক :

বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার শান্তিপুর্ন সমাধান চাইলেও মিয়ানমার কার্যকর কোন উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মানবাধিকার সংস্থা ‘রবার্ট এফ কেনেডেী হিউম্যান রাইটস’ এর প্রেসিডেন্ট কেরী কেনডেী সাক্ষাত করতে আসলে এ অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, রোহিঙ্গা বাংলাদেশের জন্য বোঝা। তারপরও এদেশের মানুষ তাদের সহযোগিতা করেছে। এছাড়া, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন নব নিযুক্ত সৌদি রাষ্ট্রদুত। এসময় দু দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরেন তিনি। বাংলাদেশের দায়িত্ব পালনে তাঁকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।