রোহিঙ্গা সংকট: বাংলাদেশকে সাহায্য করবে বিশ্ব ব্যাংক

রোহিঙ্গা সংকট: বাংলাদেশকে সাহায্য করবে বিশ্ব ব্যাংক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গার পুনর্বাসন ও খাদ্য চাহিদা মেটাতে সরকারকে সাহায্য করবে বিশ্ব ব্যাংক। এক বিবৃতিতে বিশ্ব ব্যাংক জানিয়েছে, রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশ সরকারের আহ্বানের প্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

সংস্থাটি তাদের বিবৃতিতে বলেছে, বাংলাদেশ সরকার ৫ লাখেরও বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। কিন্তু তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের, সরকার নিজেরাই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। রোহিঙ্গাদের জন্য সরকারের কর্মসূচিতে বিশ্ব ব্যাংক সহায়তা করবে।

তবে ঠিক কোন খাতে বিশ্ব ব্যাংকের সহায়তা কী পরিমাণ হবে তা এখনো নির্ধারণ করা হয়নি বলে সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে। সেটি সরকারের সাথেই আলাপ-আলোচনা করে ঠিক করা হবে।