‘রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো নিশ্চিতে বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক’

‘রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো নিশ্চিতে বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো এবং সেখানে নিরাপদে বসবাস নিশ্চিত করার প্রক্রিয়ায়, বাংলাদেশের পাশে থাকতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সফররত তুর্কী প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এ আহ্বান জানান তিনি। রোহিঙ্গা নির্যাতনকে জাতিগত নিধন বলেও মন্তব্য করেন তুর্কী প্রধানমন্ত্রী। আজ সকালে বিমানে কক্সবাজার পৌঁছে, প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম সরাসরি বালুখালী ক্যাম্পে যান। সেখানে মেডিকেল ক্যাম্প উদ্বোধন এবং ২টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন তিনি। পরে তুরস্কের প্রধানমন্ত্রী নির্যাতিত রোহিঙ্গাদের কথা শোনেন।

এরপর কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে খাবার বিতরণ করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী এ. এইচ. মাহমুদ আলী এ সময় তাঁর সঙ্গে ছিলেন। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দু’দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকায় আসেন।