রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের প্রতিবেশিদের সাহায্য চাইল বাংলাদেশ

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের প্রতিবেশিদের সাহায্য চাইল বাংলাদেশ

শেয়ার করুন

রোহিঙ্গা ক্যাম্পনিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে এবার মিয়ানমারের প্রতিবেশিদের সাহায্য চাইল বাংলাদেশ।

দেশটির চার প্রতিবেশি ভারত, চীন, থাইল্যান্ড এবং লাওসের কূটনীতিকদের ডেকে বুধবার এ বিষয়ে আলোচনা করেছেন  পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলা ১২টা থেকে চলা প্রায় দুই ঘন্টার এই বৈঠকে যোগ দিয়েছিলেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, চীনা রাষ্ট্রদূত মা মিং চিয়াং, থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সোয়ান্নাপাংচে এবং লাওসের ঢাকা কনস্যুলেটের একজন কর্মকর্তা। মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে তার প্রতিবেশিদের পাশে চেয়েছে বাংলাদেশ।