রোহিঙ্গাদের দ্রুত ফিরে যাওয়ার ব্যাপারে সবরকম সহায়তা দেবে আইওএম

রোহিঙ্গাদের দ্রুত ফিরে যাওয়ার ব্যাপারে সবরকম সহায়তা দেবে আইওএম

শেয়ার করুন

PM-02-1নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত ফিরে যাওয়ার ব্যাপারে সবরকম সহায়তা দেবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এমন আশ্বাস দিয়েছেন  আইওএম-এর  মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং।

সোমবার সকালে আইওএম-এর  মহাপরিচালকের নেতৃত্বে সংস্থাটির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন। রোহিঙ্গা সমস্যাকে বাংলাদেশের জন্য বিরাট চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করে তিনি, রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে সহায়তা করায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী এসময় বলেন, রোহিঙ্গাদের জন্য যা যা করা সম্ভব তার সবই করবে বাংলাদেশ। পরে জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন শ্র্যান বার্গেনার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। প্রধানমন্ত্রী এসময় বলেন ভারত, চীন ও জাপান মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য বাসস্থান তৈরি করে দিচ্ছে।