রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে মিয়ানমারের সাথে কথা বলবে চীন

রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে মিয়ানমারের সাথে কথা বলবে চীন

শেয়ার করুন

PID1
নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে মিয়ানমারের সাথে কথা বলবে চীন। সকালে এক দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমনটা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং।   বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশের মধ্যে ৯টি চুক্তিও সই হয়েছে।

চীন সফরের ৩য় দিনে বৃহস্পতিবার সকালে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রী  লি কেকিয়াং এর কার্যালয় গ্রেট হল অফ পিপলসে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ সংবর্ধনা জানান চীনের প্রধানমন্ত্রী। দেয়া হয় গার্ড অব অনার। তোপধ্বনিতে অভিবাদন জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে।

পরে দুই প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন। এরপর দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী। সঙ্গে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

বৈঠকে শেখ হাসিনা  চীনের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন , বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা যেন নিরাপদে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারে, সেই ব্যাপারে ভূমিকা রাখতে। চীনের প্রধানমন্ত্রী জানিয়েছেন, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তনে মিয়ানমারের সাথে কথা বলবে চীন ।

এরপর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, বিদ্যুৎ, পানিসম্পদ ও পর্যটনসহ মোট ৯ টি চুক্তি সই করেছে চীন ও বাংলাদেশ।