রোহিঙ্গাদের জন্য ১০ হাজার ল্যাট্রিন তৈরি করে দিবে ইউনিসেফ

রোহিঙ্গাদের জন্য ১০ হাজার ল্যাট্রিন তৈরি করে দিবে ইউনিসেফ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের কুতুপালংয়ে ১০ হাজার ল্যাট্রিন তৈরি হবে। এ জন্য আর্থিক সহায়তা হিসেবে ১১ কোটি ৮০ লাখ টাকা দিচ্ছে জাতিসংঘের সংস্থা ইউনিসেফ।

বুধবার সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ইউনিসেফের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়। মন্ত্রণালয়ের পক্ষে যুগ্ম সচিব রোহিঙ্গা সেল হাবিবুল কবির এবং ইউনেসেফের আবাসিক প্রতিনিধি অ্যাডওয়ার্ড বিগবেডার চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ইউনেসেফের অর্থে বাংলাদেশ সেনাবাহিনী ল্যাট্রিনগুলো বানাবে। অনুষ্ঠানে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন : নতুন-পুরনো সব রোহিঙ্গাকে এ মাসের মধ্যে কুতুপালং ক্যাম্পে নিয়ে আসা হবে। তাদের জন্য ৩৫ হাজার ল্যাট্রিন দরকার জানিয়ে মন্ত্রী বলেন : এখন পর্যন্ত সেখানে ৭ হাজার ৮৪৯টি ল্যাট্রিন বসানো হয়েছে।