রোব অথবা সোমবার ডিএনসিসি মার্কেট পরিদর্শনে যাবেন বুয়েটের বিশেষজ্ঞ দল

রোব অথবা সোমবার ডিএনসিসি মার্কেট পরিদর্শনে যাবেন বুয়েটের বিশেষজ্ঞ দল

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

আগামী রোববার অথবা সোমবার আগুনে পুড়ে যাওয়া গুলশান এক নম্বরের ডিএনসিসি মার্কেট পরিদর্শনে যাবেন বুয়েটের বিশেষজ্ঞ দল। একথা জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। তবে মার্কেটের ব্যবসায়ীরা শুক্রবারই আগুন থেকে বেঁচে যাওয়া অংশের দোকান খুলতে শুরু করেছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগুন লাগার ঘটনার তদন্ত হচ্ছে।

জীবন থেমে থাকেনা। হয়তো কখনো কিছুটা সময়ের জন্য থমকে যায়, তবে জীবিকার প্রয়োজনে আবার এগিয়ে চলে। আর তাই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় গুলশান ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীরা।

আগের ঘোষণা মতোই শুক্রবার দোকান গোছানোর কাজ শুরু করেন তাঁরা। সেই সঙ্গে চলে ধ্বংসাবশেষ সরানোর কাজ।

বিকেলে পরিদর্শনে এসে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, বুয়েটের বিশেষজ্ঞ দলের পরীক্ষার পর মার্কেট খুললে ভালো হতো। অবশ্য মালিকরা দাবি করেছেন, মেয়রের সাথে আলাপ করেই দোকান খোলা হচ্ছে।

এদিকে ক্ষতিপূরণ আর পুনর্বাসনের দাবি জানিয়েছেন সর্বস্ব হারানো কাঁচাবাজারের ব্যবসায়ীরা।

এদিন সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন, আগুনের ঘটনায় কারো গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

গত সোমবার দিবাগত গভীর রাতে ভয়াবহ আগুনে ধ্বংস হয়ে যায় গুলশান এক নম্বরের ডিএনসিসি মার্কেট।