রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র : রাশিয়ার সঙ্গে ঋণ চুক্তি সই

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র : রাশিয়ার সঙ্গে ঋণ চুক্তি সই

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ১১ হাজার ৩৮০ কোটি ডলারের একটি ঋণ চুক্তি সই হয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুরে মস্কোতে চুক্তিটিতে সই করেন দুই দেশের অর্থ-প্রতিমন্ত্রীরা। প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ১২ হাজার ৬৫০ কোটি ডলার।

রাশিয়ার কাছ থেকে নেওয়া ঋণ, এক দশমিক সাত-পাঁচ শতাংশ সুদে আগামী ২৮ বছরে শোধ করবে বাংলাদেশ। তবে ২০১৭ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত ১০ বছরের গ্রেস পিরিয়ড থাকায় ঋণ শোধ করতে হবে ২০২৮ সাল থেকে। রূপপুর প্রকল্পের যাবতীয় যন্ত্রপাতি ও প্রকৌশল সহায়তা দেবে রাশিয়া।

চুক্তির কারণে ২০১৭ সালের আগস্ট থেকে বাংলাদেশ আন্তর্জাতিক নিউক্লিয়ার ক্লাবে যোগ দিতে পারবে। রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট, যা ২০২২ সালে প্রথম পর্যায় ও ২০২৩ সালে দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশের জাতীয় বিদ্যুৎ গ্রিডে সংযুক্ত হবে।