রূপগঞ্জে অবৈধ গ্যাসের লাইন বিস্ফোরণ: নিহত ২

রূপগঞ্জে অবৈধ গ্যাসের লাইন বিস্ফোরণ: নিহত ২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাসের লাইন বিস্ফোরণে উড়ে গেছে দোতলা বাড়ির নিচের তলা। এ ঘটনায় ২ জন নিহত ও আহত ৭ জনের মধ্য গুরুতর আহত অবস্থায় ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যামেরার সামনে স্থানীয়রা কথা বলতে না চাইলেও কলকারখানার জন্য নেয়া গ্যাসের অবৈধ লাইন থেকেই এই দূর্ঘটনা ঘটে বলে বলে জানিয়েছেন তারা।

কেউ বুঝতেই পারছেন না কেন বিস্ফোরণ ঘটেছে। আসলেই কি বুঝতে পারছেন না, না এটিএন নিউজ দেখে কথা অন্য দিকে ঘোরানোর চেষ্টা করছেন। হিসেব নিকেশের এক পর্যায়ে গ্যাস লাইনের দিকেই আঙ্গুল তুললেন কেউ কেউ।
আপস

অবাক কান্ড। দোতলা বাড়ির নিচের তলার একটি দেয়ালও নেই। সব বিস্ফোরণে ধসে গেছে।

প্রায় ৫০ থেকে ১০০ ফিট দূরে গিয়ে পড়েছে দেয়ালের ধংসাবোশেষ। কি ভাবে সম্ভব।

এ ঘটনায় ঐ বাড়িতে বসবাসরত শামীম ও রাকিব নিহত হয়েছে। এছাড়া তরিকুল ইসলাম, লিয়াকত আলী, হযরত আলী, আরিফ, আনোয়ার হোসেন, ফারুক মিয়া, আরিফুর রহমানও আহত হন। এদের মধ্যে লিয়াকত ও আরিফের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এখানে বসবাসরত সবাই নেক্সট এক্সেসরিজ লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিক।