রাষ্ট্রপতির ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

রাষ্ট্রপতির ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

দশম জাতীয় সংসদের সপ্তদশ বা ২০১৮ সালের প্রথম অধিবেশনের জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

সাধারণতঃ সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হলেও, এবার প্রধানমন্ত্রীর কম্পোডিয়া সফরের কারণে তা হয় বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। পরে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিং-এ মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান : রাষ্ট্রপতির ভাষণে দেশের সার্বিক পরিস্থিতি, সরকারের সাফল্য, পরিকল্পনা ও অগ্রগতিসহ ৯টি বিষয়ে আলোকপাত করা হবে।

ভাষণ চূড়ান্ত হবে ৪ জানুয়ারির মধ্যে। মন্ত্রিপরিষদ সচিব জানান : কম্বোডিয়া সরকার রাজধানী নমপেনের ৩৩৭ নম্বর সড়কটির নাম রেখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। এদেশেও ঢাকার বারিধারা পার্ক রোডটি কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের নামে নামকরণের সিদ্ধান্ত হয়েছে।