রামপালের কয়লা পরিবহনের জন্য ভারত-বাংলাদেশ চুক্তি সই

রামপালের কয়লা পরিবহনের জন্য ভারত-বাংলাদেশ চুক্তি সই

শেয়ার করুন

নিজাম উদ্দীন, মংলা প্রতিনিধি :

খুব তাড়াতাড়ি দৃশ্যমান হচ্ছে কয়লা ভিত্তিক রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। এ  জন্য ওই প্রকল্পে কয়লা পরিবহনের জন্য নৌপথ সচল রাখতে ভারত-বাংলাদেশ যৌথ চুক্তি স্বাক্ষর হয়েছে।

রোববার বেলা ১২ টায় মংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে দু’দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে এ চুক্তি সম্পন্ন হয়। ভারতের পক্ষে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার দিবাঞ্জন রায় ও ভারতের ড্রেজিং কর্পোরেশনের চেয়ারম্যান শ্রী রাজেস ত্রিপথি। ওদিকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর ফারুক হাসান, প্রকল্প কর্মকর্তা শওকত আলীসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

পরে তারা মংলা বন্দর জেটি থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ১৩ কিলোমিটারের নৌপথ ড্রেজিংয়ের যৌথ চুক্তি স্বাক্ষর করেন। আগামী মাসে শুরু হওয়া এ ড্রেজিং প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১১৯ কোটি টাকা।

এর আগে ভারতের সাথে রামপালে ১৩’শ ২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ নির্মানের চুক্তি হয় গেল ২০১০ সালে।