রাত ১০টার পর ২০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না

রাত ১০টার পর ২০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর আবাসিক ও ভিআইপি এলাকায় রাত ১০টার পর ২০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে যেসব কারাখানায় হাইড্রোলিক হর্ন তৈরি হয়, সেগুলো বন্ধ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জারি করা রুলের ধারাবাহিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

গত ৫ নভেম্বর ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের পর সারাদেশে যানবাহনে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এর আগে গত ২৩ আগস্ট হাইকোর্ট রাজধানীতে চলাচলকারী যানবাহনের হাইড্রোলিক হর্ন ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেন। ২৭ আগস্টের পর কোনো গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহার হলে, সেটি জব্দেরও নির্দেশ দিয়েছিলেন আদালত।