রাজধানীতে মুষলধারে বৃষ্টি, উপকূলে হতে পারে কয়েকদিন

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, উপকূলে হতে পারে কয়েকদিন

শেয়ার করুন

Rain

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীতে দুপুরের দিকে প্রবল বৃষ্টিতে নাগরিক জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। রাস্তার বিভিন্ন স্থানে জমে যায় জল। তবে এতো বৃষ্টিতেও থামেনি ভ্যাপসা গরম।

আবহাওয়া অধিদপ্তর বলছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর–পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

গতকাল শুক্রবার থেকে রাজধানীতে ভ্যাপসা গরম ছিল। আজ দুপুরের বৃষ্টিতে গরম কিছুটা কেটেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

অন্যদিকে গভীর নিম্নচাপটি শনিবারের (২৫ সেপ্টেম্বর) মধ্যেই ঘূর্ণিঝড় ‘গুলাব’-এ রূপ নেবে। এর গতিপথ ভারতের স্থলভাগের দিকে। এটি আগামীকাল রোববার সন্ধ্যা নাগাদ ভারতের উপকূল অতিক্রম করতে পারে।