‘যেই ক্ষমতায় আসুক বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক পরিবর্তন হবে না’

‘যেই ক্ষমতায় আসুক বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক পরিবর্তন হবে না’

শেয়ার করুন

%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%93%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0

নিজস্ব প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে যেই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে কুটনৈতিক সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সেই সঙ্গে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে কোনো বিশেষ দলের উৎফুল্ল হওয়া কিছু নেই।

সোমবার সকালে সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

বৈঠক শেষে বাইরে এসে প্রায় একই মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দেশে যে দলই ক্ষমতায় আসুক না কেন, আগামীতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও নিবিড় হবে। এই নির্বাচনকে ঘিরে তাদের মতোই আনন্দ নিয়ে উদযাপন করতে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে, এশিয়ান হাইওয়ের পরামশর্ক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন ওবায়দুল কাদের। এই চুক্তির আওতায় বেনাপোল-মাদারীপুর সড়কে কালনাসহ ৫টি সেতু, বারৈয়ারহাট-রামগড়সড়কে ৮টি এবং চট্টগ্রাম কক্সবাজার সড়কে ৪টিসহ মোট ১৭টি সড়ক সেতু, ৭ কালভার্ড ও বিভিন্ন স্থাপনা নির্মাণের নকশা তৈরির করবে পরামশর্ক প্রতিষ্ঠানগুলো।