যত দ্রুত সম্ভব তিস্তা চুক্তি করতে চায় ভারত: হর্ষবর্ধণ

যত দ্রুত সম্ভব তিস্তা চুক্তি করতে চায় ভারত: হর্ষবর্ধণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

যত দ্রুত সম্ভব তিস্তা চুক্তি করতে চায় ভারত- একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা। তবে বর্তমান সরকারের মেয়াদেই তিস্তা চুক্তি হবে কি-না সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ভারতীয় হাই কমিশনার।

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের কূটনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে মতবিনিময় করেন হর্ষবর্ধন শ্রিংলা। তাঁর কাছে প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে নরেন্দ্র মোদী যা বলেছেন- সেটার অর্থ সরকারের এই মেয়াদেই তিস্তা চুক্তি কি-না।

এ বিষয়ে কিছু বলতে অপরাগতা জানান ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, দু’দেশের স্বার্থেই সব নদীর পানি সমস্যার সমাধান হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে নদী খনন হবে, যার ৭৫ শতাংশ খরচ ভারত ও ২৫ শতাংশ বাংলাদেশ বহন করবে।