মোহাম্মদপুরে বস্তিতে আগুন লেগে পুড়ে ছাই দেড় শতাধিক ঘর

মোহাম্মদপুরে বস্তিতে আগুন লেগে পুড়ে ছাই দেড় শতাধিক ঘর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিং বস্তিতে আগুন। পুড়ে ছাই দেড় শতাধিক ঘর। সম্বলহীন সব পরিবার। ক্ষতিগ্রস্তদের দাবি ইচ্ছাকৃতভাবে অগ্নি সংযোগ করা হয়েছে। স্থানীয় সাংসদ বলেছেন অভিযোগ অনুসন্ধান করা হবে।

বৃহস্পতিবার সকালের আলো যে সবহারা অন্ধকারের পরিণত হবে, মধ্য রাতেও তা জানতোনা রাজধানী মোহাম্মদপুর এলাকার চাঁন মিয়া হাউজিং বস্তির সাধারণ এই বাসিন্দারা। বুধবার রাতের আগুনে পুড়ে কয়লা তাদের সংসার।

কখন আগুন লেগেছে তা জানেনা কেউই। হঠাৎ করেই দেখেছেন আগুনের লেলিহান শিখা। কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে পুড়ে গেছে তাদের সহায় সম্বল সবকিছু। সম্বল বলতে এখন শুধু গায়ের কাপড়। দিন আনে দিন খায় এই মানুষ গুলোর টাকা পয়সা আর আসবাব যা ছিলো- মাত্র দুই ঘণ্টায় সব শেষ।

অভিযোগ রয়েছে এটা কোন দুর্ঘটনা নয়। বস্তির বাসিন্দারা বলছেন এটা কোনও দুর্ঘটনা না। ইচ্ছে করে আগুন লাগিয়ে দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে তাদের ১৫টি ইউনিট কাজ করেছে। তবে কি কারণে এই অগ্নিকান্ড তা অনুসন্ধান শেষে বলা যাবে। এদিকে সূর্য উঠার আগেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ। তিনি বলেছেন ক্ষতিগ্রস্তদের অভিযোগ ক্ষতিয়ে দেখা হবে।

সহায়তার আশায় তাকিয়ে চাঁন মিয়া হাউজিং বস্তির ক্ষতিগ্রস্তরা।