মেহেরপুরে “মুজিববর্ষে  শতঘণ্টা মুজিবচর্চা” বিষয়ক আলোচনা সভা

মেহেরপুরে “মুজিববর্ষে  শতঘণ্টা মুজিবচর্চা” বিষয়ক আলোচনা সভা

শেয়ার করুন
Meherpur_janoproshason_Minister
বক্তব্য রাখছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
।। মেহেরপুর প্রতিনিধি ।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ”মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Meherpur_Muntasir Mamun
বক্তব্য রাখছেন ইতিহাসবিদ ও বিশিষ্ট লেখক ড. মুনতাসীর মামুন এবং জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে “আগামীর বাংলাদেশ ও মুজিবচর্চার প্রাসঙ্গিকতা “শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ ও বিশিষ্ট লেখক ড. মুনতাসীর মামুন। জুমের মাধ্যমে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ ইব্রাহীম শাহীন, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ আলোচনা সভায় অংশ গ্রহন করেন।