মুক্তিযোদ্ধা ও বয়স্কদের ভারত পাঁচ বছরের মাল্টিপল ভিসা দিবে

মুক্তিযোদ্ধা ও বয়স্কদের ভারত পাঁচ বছরের মাল্টিপল ভিসা দিবে

শেয়ার করুন

HOME-MINISTER-LEVELনিজস্ব প্রতিবেদক :

মুক্তিযোদ্ধা ও ৬৫ বছরের বেশি বয়সীদের ভারত পাঁচ বছরের মাল্টিপল ভিসা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সকালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সচিবালয়ে দু’দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আজ এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা হয় দুই মন্ত্রীর মধ্যে।

নিরাপত্তা ইস্যুর পাশাপাশি রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা করেন তাঁরা। বৈঠক শেষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের এ বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, আঞ্চলিক সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ ও ভারত।