মীর কাসেমের রিভিউ শুনানি শেষ, আদেশ মঙ্গলবার

মীর কাসেমের রিভিউ শুনানি শেষ, আদেশ মঙ্গলবার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) আবেদনের ওপর ৩০ আগস্ট রায় দেবেন আদালত।

মীর কাসেমরোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে রিভিউ শুনানি শেষ হয়। এরপর রায়ের তারিখ ধার্য করেন আদালত।

আদালতে শুনানিতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মীর কাসেমের আইনি লড়াইয়ে রিভিউ আবেদনই শেষ ধাপ। এই আবেদন নাকচ হলে ফাঁসি এড়াতে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আলবদর বাহিনীর নেতা মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশিত হয়।

এরপর তা পুনর্বিবেচনা চেয়ে গত ১৯ জুন আবেদন করে মীর কাসেম। ২০১২ সালের ১৭ জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর কাসেমকে গ্রেপ্তার করা হয়।

২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দুটি অভিযোগে তাঁকে ফাঁসির দণ্ড ও আটটি অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।