মিয়ানমার ইস্যুতে দু’ভাবেই হাটবে বাংলাদেশ

মিয়ানমার ইস্যুতে দু’ভাবেই হাটবে বাংলাদেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

দ্বি-পাক্ষিক আলোচনা আর আন্তর্জাতিক চাপ বাড়ানো মিয়ানমার ইস্যুতে দুভাবেই হাটবে বাংলাদেশ। তবে, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া দীর্ঘ হবে বলেই ধারণা বিশ্লেষকদের।

মিয়ানমারের মন্ত্রী টিন্ট সোয়ের সাম্প্রতিক ঢাকা সফরে সিদ্ধান্ত হয় রোহিঙ্গাদের ফেরত নেয়ার জন্য দুই দেশের একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। ভবিষ্যেতে এই গ্রুপ ঠিক করবে রোহিঙ্গারা কিভাবে দেশে ফেরত যাবে।

এর আগে ২০১৪ সালে রোহিঙ্গাদের ফেরত নেবার ব্যাপারে চুক্তি হয়েছিল বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে। কিন্তু পরে  সে চুক্তি আর বাস্তবায়ন করেনি সূচির দেশ। এর আগে বহুবার আলোচনার টেবিলের সিদ্ধান্ত মানেনি মিয়ানমার। এবারেও সেই আশংকা উড়িয়ে দেয়া যাচ্ছেনা।

কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, মিয়ানমার যাই করুক দ্বিপাক্ষিক আলোচনা কোনোভাবেই বন্ধ করা যাবে না। পাশাপাশি আন্তর্জাতিক চাপ বাড়াতেও কাজ করতে হবে সরকারকে।

যেসব দেশ ইতোমধ্যেই মিয়ানমারের গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের তৎপরতা আরো বাড়াতে চেষ্টা চালানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।