মিয়ানমারের উপর বিশ্ব সম্প্রদায়ের চাপ সৃষ্টির আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

মিয়ানমারের উপর বিশ্ব সম্প্রদায়ের চাপ সৃষ্টির আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি বিশ্ব সম্প্রদায়ের চাপ সৃষ্টির আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানব পাচার প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা নিয়ে এক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: ১০ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে।

এককভাবে রোহিঙ্গা সমস্যা মোকাবেলা করা সম্ভব নয়। এ ব্যাপারে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে মানব পাচার রোধ বড় চ্যালেঞ্জ বলেও অভিমত তাঁর।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মানব পাচার ঠেকাতে সরকারের নেয়া উদ্যোগ বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। সম্মেলনে ইউএসএইড, উইন রক ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।