মিরপুরে একটি বাড়িতে গুপ্তধন খুঁজছে প্রশাসন ও পুলিশ

মিরপুরে একটি বাড়িতে গুপ্তধন খুঁজছে প্রশাসন ও পুলিশ

শেয়ার করুন

37630442_2188156284807225_3823415187235405824_nনিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মিরপুরের একটি বাড়িতে গুপ্তধন খুঁজছে প্রশাসন ও পুলিশ। বাড়িটির মাটির নিচে অন্তত দুইমণ সোনা আছে-এই দাবি ওঠার পর বিষয়টি নিশ্চিত হতে বাড়ির মেঝে খুড়েঁ দেখা হচ্ছে।

শনিবার সকাল ১০টার দিকে সেখানকার সি ব্লকের ১৬ নম্বর রোডের ১৬ নম্বর বাড়িতে খনন কাজ শুরু হয়।
37643402_1789579664451741_5167329029887361024_n
গত ১০ জুলাই আবু তৈয়ব নামের এক ব্যক্তি এই বাড়িতে গুপ্তধন আছে বলে মিরপুর থানায় জিডি করেন। এরপরই বাড়িটিকে ঘিরে উৎসুক জনতা ভীড় করতে থাকে। সেখানে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয়, সেজন্য ১৪ জুলাই একই থানায় আরেকটি জিডি করেন বাড়ির মালিক মনিরুল আলম। মিরপুর থানা থেকে গুপ্তধনের বিষয় ঢাকা জেলা প্রশাসন ও আদালতকে জানানো হয়। এরপর আদালতের আদেশে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেখানে খনন কাজ শুরু হয়।