মাদকদ্রব্য পাচারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

মাদকদ্রব্য পাচারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

মাদকদ্রব্য পাচার ও এর অবৈধ ব্যবহারে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালশনিবার শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হাই লেভেল মিটিং অব ইনটেরিয়র মিনিস্টারস অব দা ইন্ডিয়ান ওশিয়ান রিজিওন টু কাউন্টার ড্রাগস  ট্রাফেকিং অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে মাদকদ্রব্য উতপন্ন নাহলেও পাশ্ববর্তী দেশের মাদক পাচারের ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে।বিশেষ করে মায়ানমারের তৈরী ইয়াবার ভয়াবহতা এবং বাংলাদেশ রুট ব্যবহার বন্ধে মায়ানমার সরকারের সহায়তা চান।

এসময় তিনি মাদকের পাচার ও এর অবৈধ ব্যবহার রোধে ভারতীয় মহাসাগরীয় অঞ্চরেল দেশগুলোর পারস্পারিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের আহবান জানান।