মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

শেয়ার করুন

 

Image
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব হুমায়ুন রশিদ জনির উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মশক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। অভিযানকে আরো বেগবান করতে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়াসহ নানা প্রকার সংক্রামক রোগ প্রতিরোধের উদ্দেশ্যে মশার প্রজনন স্থান চিহ্নিত করে ধ্বংস করা, জনসচেতনতা সৃষ্টিসহ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন করা হয়।
এই লক্ষ্যে এলাকার ১৪টি উন্নয়ন সমিতিকে সমন্বয় করে সমিতির সকল সদস্যদের সঙ্গে নিয়ে কাউন্সিলর এলাকার সকল রাস্তাঘাট, সুয়ারেজ লাইন, বহুতল ভবনের মধ্যবর্তী ফাঁকা জায়গা, আবদ্ধ জলাশয় এবং মশার প্রজনন ক্ষেত্র চিহ্নিত করে তা ধ্বংস করার কার্যক্রম পরিচালনা করেন এবং সমাজের সকল সম্মানিত নাগরিকদের এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহবান জানান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী ১৫ দিনের মধ্যেই ১৪ নং ওয়ার্ডকে পরিচ্ছন্ন এবং মশামুক্ত এলাকায় পরিনত করার আশাবাদ ব্যক্ত করেন কাউন্সিলর জনি।
উল্লেখ্য, এই পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পূর্ব পর্যন্ত অব্যাহত থাকবে।