মন্ত্রী হওয়ায় আপতত কোন ইচ্ছা নেই পাপনের

মন্ত্রী হওয়ায় আপতত কোন ইচ্ছা নেই পাপনের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মন্ত্রী হওয়ায় আপতত কোন ইচ্ছা নেই বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মাশরাফীর জয়ে তিনিও রোমাঞ্চিত। পাশাপাশি জানিয়ছেন, ক্রিকেটের উন্নতির কথা মাথায় রেখে বাংলাদেশী আম্পায়ারদের মান বাড়াতে কাজ করতে চায় বিসিবি।

টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিসিবি সভাপাতি নাজমুল হাসান পাপন। এই জয়ে তাঁর দায়িত্ব বেড়েছে গণমানুষের সঙ্গে সুযোগ হয়েছে কাছে যাওয়ার। এই বিষয়টি উপভোগ করেনি তিনি। এলাকায় বেশি আগের থেকে সময় কাটাতে চান তিনি।

ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় এই বিষয়ে প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক। তিনিও দিলেন উত্তর। ২০১৯ সাল বাংলাদেশের জন্য কঠিন হবে অভিমত পাপনের।

শুধু ওয়ানডে দলের অধিনায়কই নয়, নড়াইল ২ আসনের এমপিও তিনি। এই সঙ্গে খেলাও চালিয়ে যেতে হবে নড়াইল এক্সপেসকে। মাশরাফীই এক মাত্র ব্যাক্তি।তাকে পালন করতে হবে দুই দায়িত্ব। সেখানে কেমন করে দেখতে উন্মুখ রয়েছেন বিসিবি সভাপতি।

তিন বছর বিসিবি সভাপতি দায়িত্বে থাকতে পারলে ক্রিকেটে আর কোন দুর্নীতি থাকবে বলেও মন্তব্য করেন তিনি। সঙ্গে