মধ্যরাতে শেষ হচ্ছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা

মধ্যরাতে শেষ হচ্ছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা

শেয়ার করুন

gazipur-city-20180405041816নিজস্ব প্রতিবেদক ;

শেষ সময়ের প্রচারনায় নিজেদের জয়ের হিসাব কষতে ব্যস্ত গাজীপুর সিটি নির্বাচনের প্রধান দুই দলের মেয়র প্রার্থী। তবে জনগনের রায়ে আস্থা রাখছেন দুজনই।

আজ মধ্যরাতে শেষ হচ্ছে এই সিটি নির্বাচনের প্রচার-প্রচারনা। সকালে টঙ্গীতে নিজের নির্বাচনী অফিসে সাংবাদিকদের সাঙ্গ আলাপকালে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত মাঠে থাকতে চান। জানান, ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হলে সম্মানজনক ভোটের ব্যবধানে জয়ী হবেন তিনি।
অন্যদিকে, প্রেস কনফারেন্স না করে জনরায়ে আস্থা রাখার জন্য বিএনপির প্রার্থীকে আহবান জানিয়েছেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। মঙ্গলবার ভোট গ্রহণের প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

২৭ জুন পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে ২৯ প্লাটুন বিজিবি সদস্য। এছাড়া ভোটার এবং প্রার্থীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য নিয়োজিত থাকবেন। গাজীপুর সিটি নির্বাচনের ৫৭টি সাধারণ এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন।