মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে হাজারো মানুষ

মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে হাজারো মানুষ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে হাজারো মানুষ। ঐক্য ও অসাম্প্রদায়িকতার ডাক দিয়ে ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় এবারের মঙ্গল শোভাযাত্রা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে সকাল ৯টার কিছু পর শোভাযাত্রায় শুরু হয়। সকাল ৯টা বাজতেই শাহবাগ থেকে টিএসসি এলাকা বৈশাখের রঙে রঙিন মানুষের পদভারে ভরে ওঠে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক  ড.কামাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের নেতৃতে চারুকলা থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি রূপসী বাংলা হোটেল চত্বর হয়ে হয়ে টিএসসি হয়ে আবার চারুকলায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নিয়েছেন সর্বস্তরের মানুষ।