মঙ্গলবার আবার বসছে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন

মঙ্গলবার আবার বসছে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন

শেয়ার করুন

P

নিজস্ব প্রতিবেদক।।

৯ দিন বিরতির পর মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আবার বসছে সংসদের মুলতবি অধিবেশন। বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে।

গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন চার কার্যদিবস চলার কথা ছিল। কিন্তু বর্তমান সংসদের দুইজন সদস্যের মৃত্যুতে সংসদের কার্যক্রম দুই কার্যদিবস স্থগিত করে মুলতবি করা হয়।

এদিকে আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) মারা যান জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী। তাই তাঁর মৃত্যুতে রীতি অনুযায়ী মঙ্গলবারও সংসদের অন্যান্য কার্যক্রম স্থগিত করা হবে। এর আগে মরহুমের নামে শোক প্রস্তাব ও তার জীবনীর ওপর আলোচনা করা হবে।

অধিবেশনের প্রথম দিন প্রয়াত সংসদ সদস্য আলী আশরাফের ওপর শোক প্রস্তাবের আলোচনা শেষে রেওয়াজ অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি করা হয়। পরদিন (৪ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে আবারও শোক প্রস্তাব তুলে অধিবেশন মুলতবি করা হয়।