ভ্রাম্যমাণ আদালত অবৈধ: পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ভ্রাম্যমাণ আদালত অবৈধ: পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের স্বাক্ষরের পর বুধবার এ রায় প্রকাশ করা হয়।

এর আগে গত ১১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত ২০০৯ সালের আইনের ১১টি ধারা ও উপধারাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেন হাইকোর্ট । তবে হাইকোর্টের এই রায় জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আপিল বিভাগে স্থগিত রয়েছে । মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত  আলাদা তিন ব্যক্তির দায়ের করা রিট আবেদনের  প্রেক্ষিতে এ রায় দেওয়া হয়েছে।