ভূমধ্যসাগরে নৌকাডুবি: উদ্ধার ১৬ জনের ১৪ জনই বাংলাদেশি

ভূমধ্যসাগরে নৌকাডুবি: উদ্ধার ১৬ জনের ১৪ জনই বাংলাদেশি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় উদ্ধার পাওয়া ১৬ জনের মধ্যে ১৪ জনই বাংলাদেশের নাগরিক। এছাড়া এ ঘটনায় নিহত হয়েছেন মোট ৬৫ জন যার অধিকাংশই বাংলাদেশি। এদের মধ্যে ৩৭ জনই বাংলাদেশি বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।

বেঁচে যাওয়া লোকজন তিউনিসিয়ার রেড ক্রিসেন্টকে জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে লিবিয়ার উপকূল থেকে ৭৫ জন অভিবাসী একটি বড় নৌকায় করে ইটালির উদ্দেশ্যে রওয়ানা হয়। গভীর সাগরে তাদের বড় নৌকাটি থেকে অপেক্ষাকৃত ছোটো একটি নৌকায় তোলা হলে কিছুক্ষণের মধ্যে সেটি ডুবে যায়।

রেড ক্রিসেন্ট কর্মকর্তা মঙ্গি স্লিমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানায়, রাবারের তৈরি ‘ইনফ্লোটেবেল’ নৌকাটি ১০ মিনিটের মধ্যেই ডুবে যায়। পরে, তিউনিসিয়ার জেলেরা ১৬ জনকে উদ্ধার করে শনিবার সকালে জারজিজ শহরের তীরে নিয়ে আসে। সাগরের ঠাণ্ডা পানিতে তারা প্রায় আট ঘণ্টা ভেসে ছিলেন। উদ্ধার হওয়া বাংলাদেশিরা জানান, নৌকাটিতে মোট ৫১ জন বাংলাদেশি ছাড়াও মিশরীয়, মরক্কো ও আফ্রিকার নাগরিক ছিলেন।