ভারতের প্রতি দুর্বলতা কমাতে প্রধানমন্ত্রীর প্রতি এমাজউদ্দিনের আহবান

ভারতের প্রতি দুর্বলতা কমাতে প্রধানমন্ত্রীর প্রতি এমাজউদ্দিনের আহবান

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

ভারতের প্রতি দুর্বল মানসিকতা থেকে বেরিয়ে আসতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে রামপাল বিদ্যুৎ প্রকল্প ও সুন্দরবন বিষয়ে ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা সুন্দরবনের জন্য হুমকি, রামপাল বিদ্যুৎ প্রকল্প না করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এমাজউদ্দিন প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ২০১৪ সালে মস্কোতে বিশ্ব বাঘ সম্মেলনে বাঘের সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এছাড়া ২০১৫ সালে ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার নেওয়ার সময় তিনি পরিবেশের ক্ষতি না করারও কথা দিয়েছিলেন। সেসব কথা রাখতে রামপাল প্রকল্প থেকে সরে আসার অনুরোধ জানান তিনি।