‘ভবিষ্যতে তথ্যপ্রযুক্তিতে নেতৃত্ব দিবে বাংলাদেশ’

‘ভবিষ্যতে তথ্যপ্রযুক্তিতে নেতৃত্ব দিবে বাংলাদেশ’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ভবিষ্যতে তথ্যপ্রযুক্তিতে বিশ্বে নেতৃত্ব দেবে বাংলাদেশ। আর এর প্রধান কারিগর হিসেবে কাজ করবে নতুন উদ্যোক্তারা। দেশের প্রথম আইটি ইনকিউবেটর’ এর উদ্বোধন অনুষ্ঠানে এমন আশার কথা বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তথ্য-যোগাযোগ প্রযুক্তি খাতে বিশ্বমানের দক্ষ পেশাজীবী তৈরি করতে চালু করা হল আইটি ইনকিউবেটর। কারওয়ান বাজারের সফটওয়ার টেকনোলজি পার্কে অবস্থিত এ সেন্টারের মূল কাজ হবে  আইটি সেক্টরের তরুণ উদ্যোক্তাদের ক্ষমতায়ন, প্রশিক্ষণ এবং কাজের সুযোগ করে দেয়া।

সজীব ওয়াজেদ জয় রাজধানীর সোনাগাঁও হোটেল থেকে আইটি ইনকিউবেটরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কারওয়ান বাজারের জনতা টাওয়রে স্থাপিত আইটি ইনকিউবেটরে, শুরুতে সুযোগ পাবেন ৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠান।

যার মধ্যে শীর্ষ দশ ব্যক্তি ও প্রতিষ্ঠান এখানে বিনামূল্যে অফিস, মেন্টরশিপ এবং অর্থসংস্থানের ব্যবস্থা, উদ্ভাবনী অনুদান, আইনি সহায়তাসহ বিশ্ব স্টার্টআপস প্রোগ্রামে অংশ নেয়ার সুযোগ পাবে।

সজীব ওয়াজেদ জয়ের আশা, এখান থেকেই তৈরি হবে গুগল, মাইক্রোসফট বা ফেসবুকের মত প্রতিষ্ঠান। এজন্য তরুণ উদ্যোক্তাদের কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।

তথ্যপ্রযুক্তি বিভাগে উদ্যোগে গড়ে তোলা এ প্রকল্পে সহায়তা দিবে মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক।