বেগম রোকেয়া পদক পেলেন ৫ বিশিষ্ট নারী

বেগম রোকেয়া পদক পেলেন ৫ বিশিষ্ট নারী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বাধা আসবে, তবে তা অতিক্রম করে-ই এগিয়ে যেতে হবে নারীদের। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে এ আহবান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এসময় তিনি বলেন, দেশের উন্নয়নের নারী-পুরুষকে কাজ করতে হবে এক সঙ্গে। নারী অগ্রযাত্রায় অসামান্য অবদান রাখায় এবার ৫ বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদকে ভুষিত করা হয়।

পদকপ্রাপ্তরা হলেন-চিত্রশিল্পী সুরাইয়া রহমান, লেখক শোভা রাণী ত্রিপুরা, সংগঠক মাজেদা শওকত আলী, সমাজকর্মী মাসুদা ফারুক রত্না এবং সাংবাদিক বেবী মওদুদ মরণোত্তর।

পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বেগম রোকেয়ার দেখানো পথেই এগিয়ে চলছে বাংলাদেশের নারীরা। সংসদ থেকে আদালত, সব ক্ষেত্রেই নারীরা ভুমিকা রাখছেন বলে উল্লেখ করেন তিনি।