বিনিয়োগ বাড়াতে একশ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে

বিনিয়োগ বাড়াতে একশ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে ১শটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে যাতে দেশের মানুষের বেকারত্ব ও দারিদ্র দূর হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ’র গর্ভনিং বডির চতুর্থ সভার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশে বিভিন্ন ধরণের কৃষিপণ্য উৎপাদন হয়।

এই পণ্যগুলোকে যাতে সঠিকভাবে কাজে লাগানো যায় এবং প্রয়োজনে বিদেশেও রপ্তানি করা যায় সেকারণেই পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।