‘বিদ্যুতের বর্ধিত দাম না কমানো হলে সব সরকারি অফিস অচল করে দেয়ার...

‘বিদ্যুতের বর্ধিত দাম না কমানো হলে সব সরকারি অফিস অচল করে দেয়ার হুশিয়ারি’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

পহেলা জানুয়ারির মধ্যে বিদ্যুতের বাড়তি দাম না কমানো হলে সব সরকারি অফিস অচল করে দেয়ার হুশিয়ারি দিয়েছে সিপিবি-বাসদ-গণতান্ত্রিক বাম মোর্জা।

বিদ্যুতের দাম কমানোর দাবি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও ঠেকাতে প্রেসক্লাব ও সচিবালয়ের মাঝের রাস্তায় ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙ্গে এগুতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ঠেলাঠেলি হয়। বাম সংগঠনগুলোর নেতা-কর্মীরা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।

এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন: বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে সুবিধা দেয়ার জন্য সরকার একের পর এক বিদ্যুতের দাম বাড়াচ্ছে। যা সাধারণ মানুষের জীবনে ওপর জুলুম।