বিদ্যুতের দাম বাড়লো ইউনিট প্রতি ৩৫ পয়সা

বিদ্যুতের দাম বাড়লো ইউনিট প্রতি ৩৫ পয়সা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

খুচরা পর্য়ায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানো হয়েছে। বিদ্যুতের বাড়তি দাম আগামী মাস থেকে তা কার্যকর হবে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এই দাম পূর্ননির্ধারণ করে। বিদ্যুত উন্নয়ন বোর্ড বা পিডিবি এবং বিদ্যুত বিতরণ কোম্পানিগুলোর দাবির পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়।

গ্রাহক পর্যায়ে ৬ থেকে সাড়ে ১৪ ভাগ, এবং  পাইকারিতে ১৫ ভাগ দাম বাড়ানোর প্রস্তাব ছিল। তবে, গণ শুনানি শেষে গড়ে দাম ৩৫ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিইআরসি। সবশেষ ২০১৫ সালের ১লা সেপ্টেম্বর বিদ্যুতের দাম ২ দশমিক নয় তিন ভাগ বাড়িয়েছিল সরকার।