‘বিচার বিভাগকে কোণঠাসা করে রাখা দেশের জন্য মঙ্গলজনক নয়’

‘বিচার বিভাগকে কোণঠাসা করে রাখা দেশের জন্য মঙ্গলজনক নয়’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বিচার বিভাগকে কোণঠাসা করে রাখা দেশের জন্য মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানিতে তিনি এ কথা বলেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ সবার। আদালতের প্রতি সবার দায়িত্ব থাকার কথাও স্মরণ করিয়ে দেন তিনি। শুনানি শেষে, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা-সম্পর্কিত হাইকোর্টের রায় স্থগিত রাখার মেয়াদ, আরও দুই সপ্তাহ বাড়িয়েছেন আপিল বিভাগ।