বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে ইসিকে নির্দেশ

বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে ইসিকে নির্দেশ

শেয়ার করুন

1200px-বাংলাদেশ_জাতীয়তাবাদী_দলের_পতাকা.svgনিজস্ব প্রতিবেদক :

৭ অনুচ্ছেদের দণ্ড সংক্রান্ত অংশ বিলুপ্ত করে বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার দুপুরে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মাদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে রুল জারি করে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে একমাসের মধ্যে এ রুলের জবাব দিতে বলেছেন আদালত।

দণ্ডিত ধারাটি বিলুপ্ত করায় ঢাকার কাফরুলের বিএনপিকর্মী মোজাম্মেল হোসেন সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট করেছিলেন। বিএনপির ২০১৬ সালের ১৯ মার্চ দলীয় কাউন্সিলে গঠনতন্ত্রে কিছু সংশোধনীর প্রস্তাব অনুমোদিত হয়। সেই সংশোধনীসহ বিএনপির নতুন গঠনতন্ত্র চলতি বছরের ২৮ জানুয়ারি জমা দেওয়া হয় নির্বাচন কমিশনে।