বিআরটিএ’র গাড়ির তথ্য ও সরঞ্জাম জাল করার অপরাধে ৫ জন গ্রেপ্তার

বিআরটিএ’র গাড়ির তথ্য ও সরঞ্জাম জাল করার অপরাধে ৫ জন গ্রেপ্তার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বিআরটিএ’র সকল ধরনের গাড়ির তথ্য ও সরঞ্জাম জাল করার অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করেছে উত্তরের গোয়েন্দা পুলিশ। কাফরুল এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পাশাপাশি বিআরটিএ’র বিপুল নকল কাগজপত্র-সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

দুপুরে, এ প্রসঙ্গে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন। তিনি জানান, একটি গাড়ি রাস্তায় বের করতে যা যা কাগজপত্র লাগে, এর সবগুলোই জাল করছিলো এ চক্র। আর এ কাজ গত ১২ বছর ধরে করছে তারা।

সাধারণভাবে এসব নকল কাগজ বোঝারও উপায় থাকে না। তিনি আরো জানান, বেশিরভাগ ক্ষেত্রেই দূর্ঘটনার পর দেখা যায় গাড়ির ফিটনেস ছিলো না, সেগুলো জাল কাগজ দেখিয়েই রাস্তায় চলছিলো।