তৈরি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা

তৈরি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা

শেয়ার করুন

14370096_1192381264156448_460006933376623564_nসাইফুল ইসলাম রিয়াদ:

হিন্দু ধর্মালম্বিদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে কেন্দ্র করে নোয়াখালীতে গড়ে তোলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ দুর্গা প্রতিমা।

প্রায় ৭১ ফুট দৈর্ঘের দুর্গা প্রতিমাটির কাজ এখনও শেষ হয়নি। তবে কাজের প্রক্রিয়া শেষের পথে।

নোয়াখালীর চৌমুহুনির সার্বজনীন বিজয়া দুর্গা মন্দিরের উদ্যোগে তৈরি এ দুর্গা প্রতিমাকে বাংলাদেশের সর্ববৃহৎ দুর্গা প্রতিমা বলে দাবি করছেন জেলা পূজা উদযাপন কমিটি।

14054141_1171918326202742_792562334747742518_nকমিটি আরও বলেন, বাংলাদেশে এত বৃহৎ দুর্গা প্রতিমা কখনও বানানো হয়নি। চট্টগ্রামের মৃৎশিল্পী অমর পালের নেতৃত্বে তৈরি হচ্ছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় এ প্রতিমাটি।

তবে বৃহৎ এ দুর্গা প্রতিমার পেছনে খরচও কিন্ত কম হচ্ছেনা। সর্বমোট ৩৫ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে দুর্গা প্রতিমাটি তৈরির জন্য।

খবর নিয়ে জানা গেছে ২০ বছর ফুর্তি উপলক্ষে বড় বাজেটের দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে। তবে চৌমুহনীতে এরকম বড় বড় বাজেটের দুর্গা প্রতিমা তৈরি হয়ে থাকে বলে স্থানীয়রা দাবী করেন।

মৃৎশিল্পী অমর পাল জানান ৪০ বছর ধরে তিনি প্রতিমা তৈরির কাজ করেন। কিন্ত এবারের কাজ স্মরণীয় হয়ে থাকবে বলে জানান তিনি।

14233110_1184473654947209_5046991417943511693_n৭১ ফুট দীর্ঘ এ দুর্গা প্রতিমার মূল উপাদান হচ্ছে বাঁশ, কাঠ, খড় আর লোহার রড। এরপর দেওয়া হয়েছে কাঁদামাটির প্রলেপ। কাদামাটি শুকিয়ে যাওয়ার পর দেওয়া হয় সিমেন্টের প্রলেপ।

পূজা উদযাপন কমিটির একজন সদস্য বলেন এত বড় দুর্গা প্রতিমা তৈরির খবর চতুর্দিকে সাড়া ফেলেছে। আশা করা হচ্ছে এবার দর্শনার্থীদের প্রচুর ভিড় থাকবে। তবে আইনশৃঙ্খলার বিষয়টিও গুরত্বের সহিত বিবেচনা করা হচ্ছে।