বাংলাদেশকে সহায়তায় জেনেভায় সম্মেলন করবে জাতিসংঘ শরনার্থী সংস্থা

বাংলাদেশকে সহায়তায় জেনেভায় সম্মেলন করবে জাতিসংঘ শরনার্থী সংস্থা

শেয়ার করুন

indexনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক সহায়তায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহে জাতিসংঘের তিন সংস্থা এক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৩ অক্টোবর সুইজার‍ল্যান্ডের জেনেভায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

কুয়েত ও ইউরোপিয় ইউনিয়ন জাতিসংঘের সঙ্গে সংহতি জানিয়ে সম্মেলনে অংশ নেবে। সোমবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর এক বিবৃতিতে একথা জানায়। যৌথ বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, জরুরি ত্রাণ সমন্বয়ক ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকোক এবং আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা-আওএম’র মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং এই সম্মেলন করার উদ্যোগ নিয়েছেন।

আবারো বাংলাদেশের সহযোগিতা ও উদারতার প্রশংসা করে বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত আসা আন্তর্জাতিক সহায়তা যথেষ্ট নয়। বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। ২৩ অক্টোবরের ওই সম্মেলনে বিভিন্ন দেশের সরকার বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করবে। ভাগ করে নেবে সহযোগিতার দায়িত্ব।