বর্ষবরণে নারী লাঞ্ছনা : মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ২৮ নভেম্বর

বর্ষবরণে নারী লাঞ্ছনা : মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ২৮ নভেম্বর

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে নারী লাঞ্ছনার মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ২৮ নভেম্বর ধার্য করেছেন আদালত।

সোমবার এ প্রতিবেদন দেয়ার কথা ছিল। পুলিশের বিশেষ ইউনিট- পিবিআই সে প্রতিবেদন আদালতে দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নতুন তারিখ দেন।

২০১৫ সালের ১৪ এপ্রিল বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনা ঘটে। ওই ঘটনায় শাহবাগ থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আট লাঞ্ছনাকারীকে শনাক্তের পর গণমাধ্যমে ছবি প্রকাশ করে পুলিশ। তাদের ধরিয়ে দেওয়ার জন্য লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়।