বনশ্রীতে গৃহকর্মী নিহতের ঘটনায় দুই মামলা

বনশ্রীতে গৃহকর্মী নিহতের ঘটনায় দুই মামলা

শেয়ার করুন

51465নিজস্ব প্রতিবেদক :

বনশ্রীতে গৃহকর্মী নিহতের ঘটনায় খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাতে নিহত লায়লির  স্বামীর ভাই বাদী হয়ে গৃহকর্তা মঈনুদ্দিন, তার স্ত্রী শাহনাজ বেগম ও বাড়ির কেয়ারটেকার কামালসহ কয়েকজনের বিরুদ্ধে এ মামলা করেন। শনিবার ভোরে বনশ্রী বি-ব্লকের ৪ নম্বর রোডের নিজ বাড়ি থেকে শাহনাজ বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে শুক্রবার গৃহকর্তা ও বাড়ির কেয়ারটেকারকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া, পুলিশের সাথে লায়লির মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে বেশ কয়েকজন এলাকাবাসির নামে নাশকতার মামলা করেছে। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সহকারি উপ-পুলিশ কমিশনার শিবলী নোমান। শুক্রবার, বনশ্রীর ঐ বাড়ি থেকে লাইলীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পাশের ভুঁইয়া পাড়া বস্তির বাসিন্দারা ওই বাড়িতে হামলার চেষ্টা চালায়। এসময় পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া – পাল্টা ধাওয়া হয় তাদের। বস্তিবাসীরা অভিযোগ করে বলে, লাইলীকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছিল।